মাদারীপুরের রাজৈরে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২২

মাদারীপুরের রাজৈরে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

সিলনিউজ বিডি ডেস্ক :: মাদারীপুরের রাজৈর পৌরসভার বাজার রোড এলাকার খাল থেকে শনিবার দুপুরের অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজৈর পৌর এলাকার খালের মধ্যে স্থানীয়রা একটি মরদেহ ভেসে উঠতে দেখে রাজৈর থানা পুলিশকে জানায়। পরে রাজৈর থানার পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে সে মানসিক ভারসাম্যহীন হতে পারে।
রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাদিক জানান, ‘আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্তের পরে আসল ঘটনাটি জানা যাবে, তবে আমরা ধারণা করছি সে পাগল হতে পারে, তার জ্যাকেটের পকেটে পিয়াজ ও কিছু খাবার পেয়েছি।’

সূত্র : বিডি প্রতিদিন