সিলেট ১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২০
অনলাইন ডেস্ক :;
দক্ষিণ আফ্রিকায় ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে আবার স্কুল বন্ধের ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি সিরিল রামাপুসা। ২৭ জুলাই থেকে চার সাপ্তাহের জন্য স্কুল বন্ধের ঘোষণাটি কার্যকর হবে এবং ২৪ অক্টোবর আবার স্কুল পুনরায় খুলবে।
করোনা পরিস্থিতিতে মার্চ মাস থেকে লকডাউন শুরু হলে জুন মাসের ৮ তারিখ দেশের সব স্কুল খুলে দিয়েছিল সরকার। রাষ্ট্রপতি সিরিল রামাপুসা বৃহস্পতিবার রাত ৮টায় ৯মবারের মতো জাতির উদ্দেশে দেয়া ভাষণে আবার স্কুল দ্বিতীয়বারের মতো বন্ধের ঘোষণা দিয়েছেন।
উল্লেখ্য, স্কুল খোলার দেড় মাসের মাথায় সারা দেশের ১২৬টি স্কুলে ১৬৮০ জন ছাত্র, ২২১০ জন শিক্ষক ও ১৩৮৭ জন স্কুল কর্মচারী করোনা আক্রান্ত হওয়ার পর সরকার পুনরায় স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে।
এ ছাড়া রাষ্ট্রপতি করোনা মহামারীর কারণে অব্যাহত অর্থনৈতিক মন্দার কথা ও গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন।
মহামারী চলাকালীন অর্থনীতি ধরে রাখা ও আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্হা সুনিশ্চিত রাখতে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি বলেছেন, দেশে এখন পর্যন্ত করোনায় ৬ হাজার মৃত্যুসহ মোট আক্রান্ত ৪,৯৮,০৫২ জন আক্রান্ত হয়েছে এবং দক্ষিণ আফ্রিকা করোনা আক্রান্তের দিক থেকে বিশ্বে এখন পঞ্চম।
রাষ্ট্রপতি বলেছেন, বুধবার ইস্টার্ন কেপ প্রদেশে করোনায় চব্বিশ ঘণ্টায় ৪শ’ প্রানহানি ঘটেছে। যা খুবই দুঃখজনক।
এ ছাড়াও রাষ্ট্রপতি করোনা মহামারীর সময় যে সব রাজনৈতিক ও সরকারি কর্মকর্তা দুর্নীতির সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্হা নেয়ার কথা জানান।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি