সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০
খেলা ডেস্ক :: ইংলিশ প্রিমিয়ার লিগে ৩১ রাউন্ড শেষেই শিরোপার স্বাদ পেয়েছে লিভারপুল। অপেক্ষা ছিল শুধু শিরোপায় হাত ছোঁয়ানোর।
আর তা নিয়ে ফটোসেশনের। ৩৭তম ম্যাচের পর সেই অপেক্ষার প্রহর ঘুচল অলরেডদের।
প্রায় ত্রিশ বছর পর লিগ জেতার আনন্দে মাতোয়ারা হন লিভারপুলের খেলোয়াড়রা।
আর রাতভর শিরোপা উদযাপন শেষে সকালে বাড়ি ফিরে নির্বাক হয়ে যান লিভারপুলের মিডফিল্ডার ফাবিনহো।
বাড়ি ফিরে দেখেন, হাওয়া হয়ে গেছে তার বিলাসবহুল অডি আরএস৬ গাড়ি ও সঙ্গে দামি গয়নাও।
মাঠে শিরোপা উল্লাসে ব্যস্ত থাকায় ঘুণাক্ষরেও টের পাননি ফাবিনহো ও তার পরিবারের কেউ।
বিষয়টি মার্সিসাইড পুলিশে জানানোর সঙ্গে সঙ্গে মাঠে নামেন তারা। ইতিমধ্যে গাড়িটি খুঁজে পেয়েছেন তারা।
মার্সিসাইড পুলিশ জানিয়েছে, বুধবার মধ্যরাতে কিংবা বৃহস্পতিবার ভোরের দিকে এই চুরির ঘটনা ঘটেছে। ফর্মবি থেকে প্রায় ২০ মাইল দূরে উইগান থেকে উদ্ধার করা হয়েছে গাড়িটি। সিসিটিভি ফুটেজ থেকে সাহায্য নিয়ে আমরা চোর শনাক্তের চেষ্টা করছি।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি