পুতিনের সঙ্গে হাত মেলালেন ইমরান খান!

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২২

পুতিনের সঙ্গে হাত মেলালেন ইমরান খান!

অনলাইন ডেস্ক :: ইউক্রেন নিয়ে উত্তেজনার মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে রাশিয়া সফরে রয়েছেন। এরই মধ্যে তিনি দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছেন। আজ বৃহস্পতিবার ইমরান খানের অফিশিয়াল ফেসবুক পাতায় ইমরান খান ও পুতিনের হাত মেলানোর ছবি দেখা যায়।

সেখানে ক্রেমলিনে পুতিন ও ইমরানের বৈঠকের কথা বলা হয়েছে। পাকিস্তানের গণমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে, এই দুই নেতা পাকিস্তান-রাশিয়া দ্বিপাক্ষিক সহযোগিতার পুরো ধারা নিয়ে আলোচনা করবেন। এছাড়া পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে মত বিনিময় করবেন।
এর আগে. গতকাল বুধবার দুই দিনের সফরে রাশিয়ায় পৌঁছান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রাশিয়ার উপ-পররাষ্ট্র মস্কোতে বিমানবন্দরে ইমরান খানকে স্বাগত জানান। ইমরান খানের রাশিয়া সফরের একদিন পরেই ইউক্রেনে আগ্রাসনের ঘোষণা দেন পুতিন। এর পরেই ইউক্রেনে দফায় দফায় হামলা শুরু করে রাশিয়া।

সূত্র : বিডি-প্রতিদিন