সস্ত্রীক করোনায় আক্রান্ত মুক্তিযুদ্ধমন্ত্রীকে সিএমএইচে ভর্তি

প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২০

সস্ত্রীক করোনায় আক্রান্ত মুক্তিযুদ্ধমন্ত্রীকে সিএমএইচে ভর্তি

অনলাইন ডেস্ক :: করোনাভাইরাসে আক্রান্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুকে শনিবার রাজধানীর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি ও তার সহধর্মিনীকে সিএমইএইচ হাসপাতালের নিবিড় পর্যবক্ষেণে নেয়া হয়েছে।

মাননীয় মন্ত্রীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে তার নির্বাচনী এলাকাসহ বিভিন্ন মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপসনালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।

এদিকে মন্ত্রীর একান্ত সচিব (পিএস) হাবিবুর রহমানও করোনা আক্রান্ত হয়েছেন। করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার (১১ জুন) তাদের টেস্ট করা হলে শুক্রবার (১২ জুন) তাদের দেহে কোভিড-১৯ পজিটিভ ফল পাওয়া যায়।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
252627282930 
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ