তিনতিন বার বন্যায় ক্ষতিগ্রস্হদের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন চেয়ারম্যান মুরাদ হোসেন

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০

তিনতিন বার বন্যায় ক্ষতিগ্রস্হদের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন চেয়ারম্যান মুরাদ হোসেন

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনধি :
ছাতকের জাউয়া বাজার ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রাম,হাটবাজার,হাসপাতালসহ সরকারি ও বেসরকারি অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা সহ হাজার হাজার মানুষ ইতিমধ্যে লাগাতার তিনটি বন্যার সম্মুখীন হয়ে ব্যপক ক্ষয় ক্ষতির সম্মুখীন হয়েছেন। বন্যায় প্লাবিত ইউনিয়নবাসীর এই বিপদমুহূর্তে নিজেকে চার দেয়ালের বৃত্তে আটকে রাখতে পারেননি জাউয়া বাজার ইউপির মানবতার চেয়ারম্যান জনাব মুরাদ হোসেন। তিনি করোনা মোকাবেলায় যেভাবে স্বেচ্ছাসেবক আর জনপ্রতিনিধিদের সাথে করে জীবনের ঝুঁকি নিয়ে তিনি বন্যার্তদের পাশে ঝাপিয়ে পড়েছেন। নিরলসভাবে ভাবে তিনি ভূমিকা রেখেছিলেন,একইভাবে পরপর তিনটি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ঘরে ঘরে পৌছে দিয়েছেন ত্রাণ এবং তাদের খোঁজখবর নিতেও সময়ক্ষেপণ করেননি,ভুল করেননি ত্রাণসামগ্রী ক্ষতিগ্রস্তদের হাতে হাতে পৌছে দিতে।
বন্যা আসার পর থেকে মানবিক দিকের প্রতি নজর রেখে জাউয়া বাজার ইউনিয়নের মানবতার চেয়ারম্যান, ছাতক উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুরাদ হোসেন,সরকারের ত্রান তহবিলের পাশাপাশি নিজ উদ্যোগেও ত্রাণ নিয়ে ছুটে চলেছেন দিনের পর দিন রাতের পর রাত।
তারই ধারাবাহিকতায় শুক্রবার তিনি ব্যক্তিগত উদ্যোগে-৫ কেজি চাল, ৫০০গ্রাম মুড়ি,৫০০ গ্রাম চিড়া,৫০০ গ্রাম গুড় ও বিস্কুট নিয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিজের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।এসময় তার সাথে ছিলেন সাবেক প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য আব্দুল কুদ্দুছ সুমন, ইউপি সদস্য আব্দুর রহিম,ইউপি সদস্য আঙ্গুর মিয়া, স্বেচ্ছাসেবক মুশতাক আহমদ পীর,স্বপন দাস, সানাউল প্রমুখ। এদিকে এক বিবৃতিতে তিনি ইউনিয়নবাসিকে সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার উদাত্ত আহবান জানিয়ে সাহসের সাথে ঘোষণা করেন,-“আমি আমার ইউনিয়নবাসীর সেবা করে যাবো ও ইউনিয়নবাসীর পাশে ছিলাম,আছি এবং থাকবো ইনশাআল্লাহ “।##

এ সংক্রান্ত আরও সংবাদ