কোম্পানীগঞ্জ বাসীর সহায়তায় বন্যার্তদের পাশে এসপি ফরিদ উদ্দিন

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০

কোম্পানীগঞ্জ বাসীর সহায়তায় বন্যার্তদের পাশে এসপি ফরিদ উদ্দিন

অনলাইন ডেস্ক :: কোম্পানীগঞ্জ বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম।

আজ শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে বন্যার্ত মানুষের কাছে ত্রাণ পৌছে দেন।

এসময় তিনি বলেন, টানা ৩য় দফার বন্যায় উপজেলার নিম্নাঞ্চলের মানুষরা অসহায় হয়ে পড়েছেন। অনেকে আশ্রয় কেন্দ্রে জায়গা নিয়েছেন। তাদেরকে শুকনো খাবার দেওয়া হয়েছে। যাতে পানি না কমার আগ পর্যন্ত তাদের খাদ্য সমস্যা না হয়।

তিনি বলেন, করোনাকালীন সময়ে পুলিশ সব সময় জনগণের পাশে থেকে কাজ করেছিল। বন্যার সময়েও পুলিশ জনগণের পাশে থেকে সহায়তা করে যাচ্ছে। দেশের যে কোন দুর্যোগে পুলিশ প্রশাসন জনগণের পাশে ছিল এবং থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার উত্তর মো: মাহবুবু্ুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ লুৎফর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার গোয়াইনঘাট সার্কেল কে এম নজরুল পিপিএম, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম, ওসি (ডিবি উত্তর) সাইফুল আলম রোকন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ