সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০
অনলাইন ডেস্ক :;
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদ্রাসার পরিচালক আল্লামা শাহ আহমদ শফী।
তিনদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে মাদ্রাসায় ফিরলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার পরিচালক আল্লামা শাহ আহমদ শফী।
শনিবার (২৫ জুলাই) দুপুরে শতবর্ষী প্রবীণ এ আলেমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দেন।
বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন হেফাজত আমিরের ছোট ছেলে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী।
তিনি জানান, গত মঙ্গলবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দেশের শীর্ষ এ কওমী আলেম। পরে তাকে চমেক হাসপাতালের আইসিইউ’তে ভর্তি করা হয়। চমেক হাসপাতালে তিনদিন চিকিৎসা নেয়ার পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় কর্তৃপক্ষ আল্লামা শফীকে ছাড়পত্র দেন।
মাওলানা আনাস বলেন, হুজুরের বর্তমান অবস্থা আগের তুলনায় ভালো। তিনি হাসপাতাল থেকে ফিরে হাটহাজারী মাদ্রাসায় উঠেছেন। এখানেই তিনি অবস্থান করবেন।
প্রসঙ্গত, দেশের শীর্ষ কওমী অঙ্গনের সর্বজন শ্রদ্ধেয় শতবর্ষী এ প্রবীণ আলেম দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত রোগে ভুগছেন। ফলে প্রায়ই ওনাকে হাসপাতালে ভর্তি হতে হয়।
গত দেড় মাসে শরীরে নানা জটিলতা দেখা দিলে দুইবার চট্টগ্রাম ও ঢাকার হাসপাতালে কয়েকদিন চিকিৎসা নিতে হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি