সিলেটে ৪৩ তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২২

সিলেটে ৪৩ তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

সিলনিউজ ডেস্ক:: সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, বিজ্ঞান মেলার মূল উদ্দেশ্য হলো দেশের তরুণ সমাজকে বিজ্ঞানমুখী করা এবং তাদের মেধার যোগ্য স্বীকৃতি দিয়ে নতুন আবিষ্কারের প্রতি উদ্বুদ্ধ করা। স্থায়ীভাবে আয়োজিত বিজ্ঞান মেলায় আমাদের ক্ষুদে বিজ্ঞানীরা বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে তাদের চিন্তার পরিধিকে বিস্তৃত করার সুযোগ পায়। এতে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখতে উদ্বুদ্ধ হবে।

রোববার সকাল সাড়ে ১১টায় সিলেট জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম হলরুমে জেলা প্রশাসন ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী বিজ্ঞান সচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজম্মের মধ্যে প্রযুক্তিগত উদ্ভাবনী মনোভাব বিকাশের লক্ষ্যে আয়োজিত ৪৩ তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহের প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে ও জেলা প্রশাসকের সহকারী কমিশনার সাদিয়া বিনতে সোলায়মান এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।

মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের অধ্যাপক ড. নারায়ণ সাহা।

স্বাগত বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সত্যজিত রায় দাশ, সিলেট জেলা শিক্ষা অফিসার এ. এস. এম. আব্দুল ওয়াদুদ, সিলেট সরকারি অগ্রগামী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মমতাজ বেগম।

সেমিনারে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমেদ সেলিম। বিজ্ঞান মেলায় জেলা পর্যায়ে বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

এবিএ/২৭ ফেব্রুয়ারী