মাধবপুরে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২২

মাধবপুরে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

মাধবপুর প্রতিনিধি:; হবিগঞ্জের মাধবপুরে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। সভায় অন্যান্যদেও মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, ভাইস চেয়ারম্যান মজিবউদ্দিন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান এড.সুফিয়া আক্তার হেলেন, থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ আব্দুর রাজ্জাক, ইউ/পি চেয়ারম্যান আতিকুর রহমান, মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ, পারভেজ হোসেন চৌধুরী, মাহবুবুর রহমান সোহাগ, মীর খুরশেদ আলম, সাহাবউদ্দিন, সৈয়দ মোঃ সোহেল, মিজানুর রহমান, পারুল আহম্মদ, মোঃ মাসুদ খাঁন, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা আশ্ররাফ আলী, প্রণী সম্পদ কর্মকর্তা আব্দুল ছাত্তার বেগ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোঃ শাহজাহান বলেন-মাধবপুরকে মাদক মুক্ত করতে আমাদের সকলকে এক যোগে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার জন্য আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি আমাদের জনপ্রতিনিধিদের ভ’মিকা রাখতে হবে। এছাড়া কভোড-১৯ এর টিকা কার্যক্রম যাতে সুন্দর ও সুষ্টু ভাবে সর্ম্পূন হয় সে দিকে আমাদের খেয়াল রাখতে হবে।

এবিএ/২৭ ফেব্রুয়ারী