গোলাপগঞ্জে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০

গোলাপগঞ্জে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি :
গোলাপগঞ্জে পৌর প্রেসক্লাবের সভাপতি ও এনটিভি ইউরোপের গোলাপগঞ্জ প্রতিনিধি মাহবুবুর রহমান চৌধুরীকে হত্যাচেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত আসামী সায়ন আহমদকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত সায়ন আহমদ পৌরসভার রণকেলী নয়াগ্রামের মৃত মজন আলীর বড় ছেলে।

শুক্রবার (২৪ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা নং জিআর ৩০/২০১৬ দায়ের করা আছে। মামলার অপর ৫ আসামী জেল খেটে আপীলে জামিন পেয়েছে।

জানা যায়, ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সংবাদ প্রকাশের জের ধরে সন্ত্রাসীরা সাংবাদিক মাহবুবের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে ও বাম হাতের হাড় ভেঙ্গে ফেলে।

এরপর সাংবাদিক মাহবুব বাদী হয়ে আসামী সায়ন তার ভাই দিদার ও মঞ্জুর সহ ৬ জনের নাম উল্লেখ করে গোলাপগঞ্জ মডেল থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী সাজাপ্রাপ্ত পলাতক আসামী সায়নকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ