‘এতদিন গৃহবন্দি ছিলাম, অন্যরকম অভিজ্ঞতা’

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০

‘এতদিন গৃহবন্দি ছিলাম, অন্যরকম অভিজ্ঞতা’

স্পোর্টস ডেস্ক :

মহামারী করোনাভাইরাসের কারণে প্রায় চার মাস গৃহবন্দি টাইগাররা। দীর্ঘদিন ঘরে থাকার পর ৯ জুলাই থেকে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছেন জাতীয় দলের এ অলরাউন্ডার।

শনিবার অনুশীলনের পর মিরাজ বলেন, অনেকদিন পর মাঠে এসে অনুশীলন করার সুযোগ পেয়েছি। বর্তমানে যে কঠিন পরিস্থিতি চলছে আশা করি তা দ্রুতই ঠিক হয়ে যাবে। আমি ফিটনেস নিয়ে কাজ করছি।

খুলনার এ ক্রিকেটার আরও বলেন, প্রায় সাড়ে তিন মাস ঘরেই বসে ছিলাম, কোনো কিছু করতে পারিনি। এখন ভালো একটা সুযোগ হয়েছে। ফলে যতটা সম্ভব নিজের ফিটনেস ধরে রাখার চেষ্টা করছি। রানিং, জিম ও অনুশীলন যতটুকু সম্ভব ততটুকুই করছি। আর আশা করছি তাড়াতাড়িই ক্রিকেটে ফিরব এবং খুব দ্রুতই খেলাধুলা শুরু হয়ে যাবে।

খুলনায় মিরাজের সঙ্গে অনুশীলন করছেন উইকেটকিপার ব্যাটসম্যান নূরুল হাসান সোহান ও অলরাউন্ডার মেহেদী হাসানও।

রাজশাহীতে অনুশীলনে ফিরেছেন জাতীয় দলের তরুণ তারকা ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। সম্প্রতি বিয়ে করা এ অলরাউন্ডার বলেন, এতদিন ঘরবন্দি ছিলাম। অন্য এক অভিজ্ঞতা। তবে অনুশীলনে ফিরতে পেরে ভালো লাগছে। ফিটনেস ঠিক রাখার চেষ্টা করছি।