সিলেট ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, মার্চ ১, ২০২২
অনলাইন ডেস্ক:: ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইইউবি) পৃষ্ঠপোষকতায় শিগগিরই শুরু হতে যাচ্ছে জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃ পদার্থ বিজ্ঞান অলিম্পিয়াড। সেই লক্ষ্যে এখন চলছে অলিম্পিয়াডের আঞ্চলিক রাউন্ডের রেজিস্ট্রেশন। বাংলাদেশ অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সের (বিডিওএএ)-এর তত্ত্বাবধানে ৬ মার্চ পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে।
আঞ্চলিক রাউন্ড অনুষ্ঠিত হবে ১০-১২ মার্চ অনলাইনে। সারাদেশের প্রতিযোগীদের তিনটি অঞ্চলে ভাগ করে তিন দিনে পরীক্ষা নেয়া হবে। আঞ্চলিক রাউন্ড থেকে নির্বাচিত প্রতিযোগীরা ন্যাশনাল রাউন্ডে অংশ নেয়ার সুযোগ পাবে এপ্রিলে। ন্যাশনাল রাউন্ড থেকে নির্বাচিত প্রতিযোগীদের মে ও জুন মাসে অনলাইন ও সরাসরি জাতীয় ক্যাম্পের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হবে অ্যাস্ট্রোনমি ও অ্যাস্ট্রোফিজিক্সের মৌলিক বিভিন্ন বিষয়ে। প্রশিক্ষিত প্রতিযোগীদের মধ্য থেকেই বাছাই করে তৈরি হবে ২০২২ ও ২০২৩ সালে আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণের উপযোগী বাংলাদেশ দল।
এখনো যারা আঞ্চলিক রাউন্ডের জন্য রেজিস্ট্রেশন করেননি তারা করতে পারবেন এই লিংকে: bdoaa.org/registration আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃ পদার্থ বিজ্ঞান অলিম্পিয়াড আয়োজিত হচ্ছে ২০০৭ সাল থেকে। বিডিওএএ ২০১৮ থেকে বাংলাদেশে এই অলিম্পিয়াডের আয়োজন করে আসছে এবং নির্বাচিত প্রতিযোগীদের আন্তর্জাতিক অলিম্পিয়াডে পাঠাচ্ছে। ২০২১ সালে আইইউবি’র কম্পিউটার ল্যাব থেকে অনলাইন আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নিয়ে বাংলাদেশ দল একটি ব্রোঞ্জ পদক ও চারটি সম্মানসূচক স্বীকৃতি পায়। এর আগে ২০২০ সালে বাংলাদেশ দল আন্তর্জাতিক অলিম্পিয়াডে পেয়েছিল দুটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক।
সূত্র যুগান্তর
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি