সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০
ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি :;
ছাতকের তাতিকোনা এলাকায় সম্প্রতি একটি সংঘর্ষের ঘটনায় নিরীহ হিন্দু সম্প্রদায়ের নিরপরাধ মানুষদের হয়রানি না করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড.পীযুষ কান্তি ভট্টাচার্য্য, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক(অবঃ) হরিদাস রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক রবীন্দ্র কুমার দাস, পৌর সভাপতি মহন্ত কুমার রায়, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক বাবুল পাল, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক স্বপন পালসহ নেতৃবৃন্দ বলেন, গত ১০ মে রাতে তাতিকোনা এলাকার একটি কালীমন্দিরসহ কয়েকটি হিন্দু বসত-বাড়িতে স্থানীয় দুর্বৃত্তরা হামলা, ভাংচুর ও নারী-পুরুষ নির্বিচারে মারধোর করে। এ ঘটনায় ঘটনাকারীদের নাম উল্লেখ করে থানায় একটি মামলাও দায়ের করা হয়। পরদিন ১১ মে দুপুরে এমন ন্যাক্কারজনক ঘটনা সরজমিনে পরিদর্শন করেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমানসহ উপজেলা পর্যায়ের প্রশাসনের ও পুলিশ বিভাগের সর্বোচ্চ কর্মকর্তারা। ওই মামলা বর্তমানে আদালতে বিচারাধিন রয়েছে। সম্প্রতি একই এলাকায় আরেকটি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষের ঘটনায় পক্ষে-বিপক্ষে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। একটি মামলায় ১০ মে হিন্দুদের বসতঘরে হামলা ও মারধোরের ঘটনায় দায়েরী মামলার বাদী ও জখমীদেরও আসামী করা হয়। এতে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ আতংকিত হয়ে পড়েছে। ন্যায় বিচারের স্বার্থে উভয় ঘটনার সুষ্ট তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান নেতৃবৃন্দ। পাশাপাশি কোন নিরপরাধ ব্যক্তি যাতে অযথা হয়রানীর শিকার না হয় এ ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থাসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন নেতৃবৃন্দ।##
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি