মধুবন মার্কেট এলাকা থেকে ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০

মধুবন মার্কেট এলাকা থেকে ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : নগরীর বন্দরবাজার মধুবন মার্কেট এলাকা থেকে জাহেদ আহমেদ (৩৬) নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। সে বনকলাপাড়ার নিয়ামত আলীর পুত্র। তার কাছ থেকে দুটি টিপ চাকু ও একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়েছে।
র‌্যাবের মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর উপ-অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম, সিনিয়র এএসপি নাহিদ হাসান ও মিডিয়া অফিসার এএসপি ওবাইন এর সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে।
জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে এসএমপির কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ