গরুর চামড়ার দাম কমল ২২ শতাংশ, খাসির ২৫

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০

গরুর চামড়ার দাম কমল ২২ শতাংশ, খাসির ২৫

সিল-নিউজ-বিডি ডেস্ক :: এবার কোরবানির পশুর চামড়ার দাম ২২ দশমিক ২২ শতাংশ কমানো হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ঢাকায় ৩৫ থেকে ৪০ টাকা এবং ঢাকার বাইরে ২৮ থেকে ৩২ টাকা নির্ধারণ করেছে সরকার।
গত বছর এ দাম ছিল যথাক্রমে ৪৫ থেকে ৫০ টাকা ও ৩৫ থেকে ৪০ টাকা। সে হিসাবে দাম কমেছে ঢাকায় ১০ টাকা ও ঢাকার বাইরে ৮ টাকা।

এ ছাড়া সারা দেশে খাসির চামড়া ১৩ থেকে ১৫ টাকা এবং বকরির চামড়া ১০ থেকে ১২ টাকা ধরা হয়েছে। গত বছর খাসির চামড়ার দাম ছিল ১৮-২০ টাকা। এ ক্ষেত্রে গত বছরের চেয়ে দাম কমানো হয়েছে ২৫ শতাংশ। পাশাপাশি বকরির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১২ টাকা, গত বছর যা ছিল ১৩-১৫ টাকা। এ ক্ষেত্রে দাম কমানো হয়েছে ২০ শতাংশ।

রোববার কোরবানির পশুর কাঁচাচামড়ার মূল্য নির্ধারণ বিষয়ে এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্তের কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

গতবার আড়তদারদের কাছ থেকে চামড়ার দাম না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিক্রেতা ও ব্যবসায়ীরা।

‘ন্যায্যমূল্য’ না পেয়ে দেশের বিভিন্ন স্থানে রাস্তায় ও আবর্জনার ভাগাড়ে চামড়া ফেলে গিয়েছিলেন ফড়িয়ারা।

অড়তদারদের অভিযোগ ছিল– ট্যানারি মালিকরা তাদের দীর্ঘদিনের বকেয়া টাকা পরিশোধ করছেন না। ফলে তারা নতুন করে চামড়া কেনার সক্ষমতা হারিয়ে ফেলেছেন।

অন্যদিকে ট্যানারি মালিকদের অভিযোগ ছিল– ‘সিন্ডিকেট’ করে আড়তদাররা মাঠপর্যায়ে চামড়ার দাম কমিয়ে দিলেও ট্যানারিগুলোর কাছে তারা সরকার নির্ধারিত দামেই চামড়া বিক্রি করছেন।

এবার দাম আরও কমল। এতে চামড়ার হকদার দরিদ্রদের প্রাপ্য আরও কমে গেল।

তবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, এবারও যদি চামড়ার দামে সমস্যা দেখা যায়, তা হলে কাঁচাচামড়া ও ওয়েট-ব্লু লেদার বা আংশিক প্রক্রিয়াজাত চামড়া রফতানির অনুমোদন দেয়া হবে। এবার যেন কিছুটা দাম পাওয়া যায়, সে জন্য কাঁচাচামড়া ও ওয়েট-ব্লু লেদার বা আংশিক প্রক্রিয়াজাত চামড়া রফতানির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে এখনই রফতানির ঘোষণা দেয়া হয়নি। বরং চামড়া নিয়ে যদি গতবারের মতো সমস্যা হয়, তা হলে রফতানির সুযোগ দেয়া হবে। এ জন্য একটি আন্তঃমন্ত্রণালয় কমিটিও গঠন করা হয়েছে। এ কমিটি রফতানির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।