লেবাননে চাপ বাড়াচ্ছে ইসরাইল, ৪৮ ঘণ্টায় ২৯ বার আকাশসীমা লঙ্ঘন

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০

লেবাননে চাপ বাড়াচ্ছে ইসরাইল, ৪৮ ঘণ্টায় ২৯ বার আকাশসীমা লঙ্ঘন

অনলাইন ডেস্ক :;

লেবাননে প্রতিনিয়ত চাপ বাড়াচ্ছে ইসরাইলি বাহিনী। গত ৪৮ ঘণ্টায় ২৯ বার দেশটির আকাশসীমা লঙ্ঘন করেছে ইসরাইলি বিমান।

লেবাননের সেনাবাহিনীর বরাত দিয়ে তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, শুক্রবার ইসরাইলি বিমান লেবাননের আকাশে ২০ বার ও শনিবার ৯ বার অনুপ্রবেশ করেছে।

লেবানিস সেনাবাহিনী বলছে, সব লঙ্ঘনগুলো ছিল বিজ্ঞপ্তিযুক্ত ফ্লাইট ফরম্যাটে। জাতিসংঘের লেবানন শান্তিরক্ষা মিশনের সঙ্গে সমন্বয় করে এটি পর্যবেক্ষণ করা হচ্ছে।

দেশটির সরকারি বার্তা সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, শত্রুবাহিনী দক্ষিণ হুলা প্রদেশে পর্যবেক্ষণের উদ্দেশ্যে ড্রোন-বিমান উড়িয়েছে। তবে এ বিষয়ে ইসরাইল কোনো মন্তব্য করেনি।

তুর্কি সংবাদমাধ্যমে বলা হয়েছে, কয়েক মাস ধরে ভূমি, আকাশপথ ও জলসীমা লঙ্ঘন নিয়ে লেবানন ও ইসরাইল একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করছে।

এ সংক্রান্ত আরও সংবাদ