মোল্লারগাঁও ইউনিয়নে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতা বিতরণ

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০

মোল্লারগাঁও ইউনিয়নে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতা বিতরণ

অনলাইন ডেস্ক: দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদে দেড় শতাধিক বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মধ্যে ভাতা বিতরণ করা হয়েছে। রোববার (২৬ জুলাই) সকালে মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়-দরিদ্রদের হাতে ভাতার বই প্রধান করেন মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান আলহাজ্ব শেখ মো. মকন মিয়া।

ভাতা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সাবেক সচিব আব্দুল করিম, বর্তমান সচিব সজল কুমার দে, ইউপি সদস্য হুজায়ফা চৌধুরী সুজা, হাজি সাজিকুর রহমান, মোল্লারগাঁও ইউপির ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল কাদির, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাদশা মিয়া, প্রবীণ মুরুব্বি
ফারুক মিয়া, মো. ছালেক মিয়া, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী আমিনা বেগম, অফিস সহকারী লিমন দেব, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী আফরিনা সুলতানা, আব্দুল কাইয়ুম।