চুনারুঘাটে করোনা পরীক্ষার জন্য পাওয়া যাচ্ছে না নমুনা

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০

চুনারুঘাটে করোনা পরীক্ষার জন্য পাওয়া যাচ্ছে না নমুনা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের চুনারুঘাটে এখন আর করোনা পরীক্ষার জন্য পাওয়া যাচ্ছে না নমুনা। পূর্বে যেখানে প্রতিদিন ৩০ থেকে ৩৫ জন করোনা নমুনা পরীক্ষা করাতেন, এখন দিনে ২-৩ জনও আসছেন না। গত ৩ দিনে কেউ আসেননি হাসপাতালে নমুনা দিতে।

অথচ চলতি মাসের ৯ জুলাই পর্যন্ত চুনারুঘাট উপজেলা ছিল রেড জোনে। বর্তমানে আইসোলেশনে রোগী রয়েছে মাত্র ১০ জন। উপজেলায় এখন পর্যন্ত ১৬৬ জন করোনার রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে গেছেন ১৫৫ জন। মারা গেছে এ পর্যন্ত ৩ জন।

এপ্রিলের দিকে চুনারুঘাটে করোনার সংক্রমণ মারাত্মক হারে বাড়তে থাকে। একপর্যায়ে চুনারুঘাট উপজেলা চলে আসে রেড জোনের আওতায়। প্রশাসন লকডাউন ঘোষণা করে। চলতি মাসের ৯ জুলাই পর্যন্ত এ লকডাউন চলমান ছিল। এরই মধ্যে কমে আসে করোনার সংক্রমণ। এখন বলতে গেলে রোগীই নেই।

এ দিকে বর্তমানে চুনারুঘাটের হাট-বাজার কিংবা কোথাও কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছেন না অনেক পূর্ব থেকেই। হাট-বাজারে কিংবা অফিসে আসা মানুষের মুখে মাস্ক নেই। নেই কোনো সামাজিক দূরত্ব। সরকারের নানা পদক্ষেপ চুনারুঘাটে পালনের কোনো দেখা মিলে না। তারপরও চুনারুঘাটে এখন যেন করোনা রোগী নেই, নেই কোনো নমুনা পরীক্ষা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন জানান, চুনারুঘাটে এখন দৈনিক ৪-৫ জন নমুনা পরীক্ষা দিতে আসেন। গত কয়েকদিন ধরে কোনো করোনার রোগী আমরা পাচ্ছি না। ইতিমধ্যে ১৫৫ জন রোগী সুস্থ হয়েছে এবং আমরা তাদের ছাড়পত্র দিয়েছি। বর্তমানে মাত্র ১০ জন আছেন আইসোলেশনে।
তিনি জানান, উপজেলায় এ পর্যন্ত ১ হাজার ১৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৬ জন ছাড়া বাকি সবার রিপোর্ট এসেছে। তাদের মধ্যে আক্রান্ত ছিলেন ১৬৬ জন, সুস্থ হয়েছেন ১৫৫ জন, ৩ জন মারা গেছেন।