সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০
অনলাইন ডেস্ক ::
চীনের অনলাইনভিত্তিক সেবা প্রতিষ্ঠান আলিবাবার কর্ণধার জ্যাক মাকে তলব করেছেন ভারতের গুরুগ্রামের একটি আদালত। আলিবাবা অধীনস্থ ইউসি নিউজ ও ইউসি ব্রাউজারের মাধ্যমে ভুয়া খবর ছড়ানোয় আপত্তি জানানোয় এক কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ওই সাবেক কর্মী গুরুগ্রাম আদালতে মামলা করলে সেই মামলার শুনানিতে জ্যাক মাকে তলব করা হয়।
জ্যাক মার বিরুদ্ধে ২০০ পৃষ্ঠার বেশি অভিযোগ আদালতে দায়ের করেছেন কোম্পানিটির ভারতীয় সাবেক ওই কর্মী।
রোববার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু এ খবর জানিয়েছে।
লাদাখ নিয়ে সংঘর্ষের পর নিরাপত্তার স্বার্থে আলিবাবার ইউসি নিউজ, ইউসি ব্রাউজারসহ মোট ৫৭টি চীন অ্যাপ নিষিদ্ধ করে ভারত সরকার। এর পরই ভারত সরকারের সমালোচনা করে চীনা সরকার।পরে ওই সব কোম্পানির কাছে লিখিত জবাব চেয়ে পাঠায়। জানতে চাওয়া হয়, কোনো রিপোর্ট সেন্সর করার জন্য তাদের কাছে নির্দেশ এসেছিল কি না, অথবা কোনো বিদেশি সংস্থার হয়ে তারা কাজ করছিল কি না।
কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা জানায়, ২০ জুলাই গুরুগ্রাম আদালতের দ্বারস্থ হন আলিবাবার ইউসি ওয়েবের এক সাবেক কর্মী পুষ্পেন্দ্র সিংহ পরমার। তিনি অভিযোগ করেন, চীনের স্বার্থবিরোধী সংবাদ ভারতে সেন্সর করার নির্দেশ দিয়েছিল আলিবাবা। ইউসি ব্রাউজার এবং ইউসি নিউজ অ্যাপের মাধ্যমে অনেক সময় ভুয়া খবরও ছড়ানো হতো, যাতে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে অশান্তি বাধে।
ওই মামলার শুনানিতেই গুরুগ্রামের একটি জেলা আদালতের দায়রা বিচারক সনিয়া শেওকন্ড আলিবাবা কর্ণধার জ্যাক মা ও সংস্থার বিভিন্ন শাখার একাধিক কর্মীকে তলব করেন। আগামী ২৯ জুলাই আদালতে উপস্থিত হতে হবে তাদের। আইনজীবী পাঠিয়েও আদালতে নিজেদের বক্তব্য জানাতে পারবেন তারা। সেই সঙ্গে আলিবাবা ও সংস্থার নির্বাহীদের আগামী ৩০ দিনের মধ্যে লিখিত জবাব পাঠাতে হবে বলেও জানিয়ে দিয়েছেন আদালত।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি