সিলেট ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০
স্পোর্টস ডেস্ক :
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে স্টুয়ার্ড ব্রডের গতিতে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ইংল্যান্ডের করা ৩৬৯ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ফলোঅন এড়িয়ে ১৯৭ রানে অলআউট উইন্ডিজ।
স্বাগতিক ইংল্যান্ডের করা ৩৬৯ রান তাড়া করতে নেমে ব্যাটিং ধসে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। শনিবার দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতির পর ব্যাটিংয়ে নেমে সময়ের ব্যবধানে উইকেট হারায় ক্যারিবীয়রা।
১১০ রানে ৬ উইকেট পতনের পর দলের হাল ধরেন অধিনায়ক জেসন হোল্ডার ও শেন ডওরিচ। সপ্তম উইকেটে তারা গড়েন ৬৮ রানের জুটি। আগের দিনের করা ১৩৭/৬ রান নিয়ে রোববার তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে লাঞ্চের আগেই গুঁটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন অধিনায়ক জেসন হোল্ডার। এ ছাড়া ৩৭ রান করেন উইকেটকিপার ব্যাটসম্যান শেন ডওরিচ। ইংল্যান্ডের হয়ে মাত্র ৩১ রানে ৬ উইকেট শিকার করেন স্টুয়ার্ড ব্রড।
১৭২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ইংল্যান্ড। তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় তৃতীয় টেস্ট অলিখিত ফাইনালে পরিণত হয়। চলতি টেস্টে যারাই জিতবে ট্রফি তাদের ঘরেই যাবে।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ১১১.৫ ওভারে ৩৬৯ (পোপ ৯১, বাটলার ৬৭, ব্রড ৬২; রোচ ৪/৭২, গ্যাব্রিয়েল ২/৭৭)। এবং দ্বিতীয় ইনিংস:৩২/০ (রয় বার্নস ১২*, ডম সিবলি ১৩*)।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৬৫ ওভারে ১৯৭/১০ (হোল্ডার ৪৬, ডওরিচ ৩৭; ব্রড ৬/৩১, অ্যান্ডারসন ২/২৮)।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি