ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শ্রদ্ধা

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২২

ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শ্রদ্ধা

সিলনিউজ ডেস্ক:: ঐতিহাসিক ৭ মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। সোমবার রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এসময় উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য বীর মুক্তিযোদ্ধা স্থপতি প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসির উদ্দিন, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
এদিকে বিকাল তিনটায় জাতীয় বিশ্বদ্যিালয়ের গাজীপুর ক্যাম্পাসে সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিতিতে একযোগে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ শোনানো হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

 

 

সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
বিডি প্রতিদিন

এ সংক্রান্ত আরও সংবাদ