ট্রেনের স্ট্যান্ডিং টিকিট বিক্রি শুরু মঙ্গলবার

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২২

ট্রেনের স্ট্যান্ডিং টিকিট বিক্রি শুরু মঙ্গলবার

অনলাইন ডেস্ক:: করোনা সংক্রমণ কমায় আবারও ট্রেনে স্ট্যান্ডিং (দাঁড়ানো) টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (৮ মার্চ) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

আজ সোমবার এক অফিস আদেশে সংশ্লিষ্টদের এমন নির্দেশনা দেন রেলওয়ের পরিচালক ট্রাফিক (কমার্শিয়াল) মো. নাহিদ হাসান খাঁন।
দেশে করোনার প্রাদুর্ভাব বাড়ায় গত ১৫ জানুয়ারি থেকে আন্তঃনগর ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহন করার ঘোষণা দেয় সরকার। পরে সংক্রমণ পরিস্থিতি ক্রমে শিথিল হলে গত ৯ ফেব্রুয়ারি থেকে সব আসনে যাত্রী পরিবহন শুরু হয়।

তখন ট্রেন চালুর নির্দেশনায় বলা হয়েছিল, আন্তঃনগর ট্রেনগুলোর স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট ইস্যু সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এবার ওই সিদ্ধান্তে পরিবর্তন এলো।

সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
বিডি প্রতিদিন

এ সংক্রান্ত আরও সংবাদ