আসছে রুমানা ইসলামের নতুন গান

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০

আসছে রুমানা ইসলামের নতুন গান

অনলাইন ডেস্ক :;

একজন সুকণ্ঠি গায়িকা হিসেবে পরিচিত ও জনপ্রিয় রুমানা ইসলাম। এছাড়া তার অন্য আরেকটি পরিচয়ও আছে। তিনি বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র ও সঙ্গীত ব্যক্তিত্ব খান আতাউর রহমানের মেয়ে।

বলা যায়, বাবার অনুপ্রেরণার কারণেই ছোটবেলা থেকেই গানের সঙ্গে মিতালি গড়েছেন। অল্প বয়সে খান আতা পরিচালিত ‘দিন যায় কথা থাকে’ ছবিতে ‘মায়ের মতো আপন কেহ নাই’ এবং ‘মন মাঝি তোর বৈঠা নেরে আমি আর বাইতে পারলাম না’ গান দুটিতে কণ্ঠ দিয়ে তারকাখ্যাতি অর্জন করেন।

এরপর থেকে এখন অসংখ্য মৌলিক গানে কণ্ঠ দিয়ে শ্রোতাদের ভালোবাসা অর্জন করেছেন। এখনও তিনি গানে নিয়মিত। এরই মধ্যে নতুন দুটি গানে কণ্ঠ দিয়েছেন। বাংলাদেশ বেতারের জন্য একটি দেশের গানে কণ্ঠ দিয়েছেন তিনি। দেশের গানটি লিখেছেন জালাল চৌধুরী এবং সুর করেছেন রুম্মান হায়দার।

অন্যদিকে জামাল হোসেনের লেখা ‘একটা মন’ গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। শিগগিরই এর মিউজিক ভিডিও নির্মাণ করা হবে বলে জানান রুমানা ইসলাম।

নতুন গান দুটিতে কণ্ঠ দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ বেতারে প্রচারের জন্য যে গানটিতে কণ্ঠ দিয়েছি সবকিছু মিলিয়ে অসাধারণ একটি গান হয়েছে। গানটিতে আমার সহশিল্পী হিসেবে আমারই ভাই আগুনও আছেন। তবে ‘একটা মন’ গানটিতে আমি একাই কণ্ঠ দিয়েছি।

জামাল ভাইয়ের লেখা গানে প্রথম যেমন কণ্ঠ দেয়া, ঠিক তেমনি মুহিনের সুরেও প্রথম গাইলাম। জামাল ভাইয়ের লেখা যেমন অসাধারণ। অনুরূপভাবে মুহিন যে এত চমৎকার সুর করে আমার জানা ছিল না। এই গানটি নিয়ে আমি অনেক বেশি আশাবাদী।’

এদিকে করোনার মধ্যে অধরা জাহানের লেখা ও ফরিদ আহমেদের সুর সঙ্গীতে ‘প্রকৃতির অভিমান’ এবং আগুনের সঙ্গে আগুনেরই লেখা, সুরে ও ফরিদ আহমেদের সঙ্গীতায়োজনে ‘ভয় পেয়ো না ভয় করো না যদি হয় করোনা’ গানটিও গেয়েছিলেন।

প্রসঙ্গত, ছোটবেলায় তার বাবার পরিচালনায় ‘আপন পর’ সিনেমায় শিশুশিল্পীর চরিত্রে অভিনয়ও করেছিলেন রুমানা। তবে এরপর তাকে আর অভিনয়ে দেখা যায়নি।