ওসমানীর ল্যাবে চিকিৎসা কর্মকর্তাসহ ২৭ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০

ওসমানীর ল্যাবে চিকিৎসা কর্মকর্তাসহ ২৭ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে এক চিকিৎসা কর্মকর্তাসহ আরও ২৭ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) এদের নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে বলে নিশ্চিত করেন হাসপাতালটির উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়।

তিনি জানান, নতুন শনাক্ত হওয়া ২৭ জনের মধ্যে ২৪ জন সিলেট জেলার ও বিভাগের প্রতিটি জেলার একজন করে রয়েছেন। এছাড়া সিলেট জেলায় নতুন আক্রান্ত হওয়াদের মধ্যে একজন চিকিৎসা কর্মকর্তাসহ দুইজন চিকিৎসক রয়েছেন।

এদিকে সিলেট জেলার আক্রান্ত ২৪ জনের মধ্যে সিলেট সদর ও সিটি করপোরেশন এলাকার ২০ জন, গোলাপগঞ্জের ২ জন, ওসমানীনগর ও দক্ষিণ সুরমার একজন করে।

এদের মধ্যে শনাক্তদের মধ্যে সিলেট সিটি করপোরেশনের স্বাস্থ্য ও পরিকল্পনা শাখার ৩ জন, কাস্টমস ও ভ্যাট অফিসের ৫ জন, পুলিশের এক সদস্য, ২ চিকিৎসক রয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ