বাবা-মাসহ করোনায় আক্রান্ত সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা

প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০

বাবা-মাসহ করোনায় আক্রান্ত সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক :;

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বাবা-মাসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রোববার (২৬ জুলাই) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার তাদের করোনা পজিটিভ আসে।

 

প্রসঙ্গত, এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হন সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী সামা হক চৌধুরী, মেয়রের ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমন ও মেয়রের বাসার দুই নিরাপত্তাকর্মী। তাদের সকলেই ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

তবে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান করোনায় আক্রান্ত হয়ে গত ১৫ জুন ভোর ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।