কানাইঘাটে কাউন্সিলরের বিরুদ্ধে টি-আর প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০২০

কানাইঘাটে কাউন্সিলরের বিরুদ্ধে টি-আর প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

কানাইঘাট প্রতিনিধি:: কানাইঘাট পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম জাহানের বিরুদ্ধে টি-আর প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

জানা যায়, তার নিজ ওয়ার্ড রামপুর আর এইচ ডি সড়ক হতে বিলালের বাড়ি নামক স্থান পর্যন্ত মাটি ভরাটের জন্য ৫০ হাজার, রামপুর আমিনের বাড়ি হতে খুকা বাবুর বাড়ি পর্যন্ত ৫০ হাজার ও রামপুর কবরস্থানের উন্নয়নের জন্য ১ লক্ষ, সব মিলিয়ে ২ লক্ষ টাকা কাজ না করে আত্মসাত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার সরেজমিনে বিষয়টির সত্যতা জানতে গেলে দেখা যায় উক্ত স্থানগুলোতে মাটি ভরাটের কোন কাজ হয়নি। এছাড়া আমিনের বাড়ি হতে খুকা বাবুর বাড়ি পর্যন্ত মাটি ভরাটের প্রকল্পটির কোন চিহ্ন দেখা যায় নি। সেই রাস্তাটি আর সিসি পাকা করণ রয়েছে। এ সময় এলাকার অনেকেই জানান কবরস্থানে যে মাটি ভরাট করা হয়েছে তা মহল্লার পক্ষ থেকে করা হয়েছে।

কাউন্সিলর জাহানের এ রকম টি-আর প্রকল্পের সমুদয় টাকা আত্মসাতের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষে আহসান হাবীব নামের একজন গত ১৯ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সেই অভিযোগে তিনি উল্লেখ করেছেন চলতি অর্থ বছরে সরকার হতে ১নং ওয়ার্ডে ৩টি প্রকল্পে টি-আর হতে মোট ২ লক্ষ টাকা বরাদ্ধ দেওয়া হয়। সেই প্রকল্পেগুলোর সভাপতি দায়িত্বে রয়েছেন কাউন্সিলর জাহাঙ্গীর আলম জাহান। তিনি উক্ত প্রকল্পগুলোর কোন কাজ না করিয়ে সমুদয় টাকা আত্মসাত করেছেন। এ ছাড়া অভিযোগ বলা হয়েছে কাউন্সিলর জাহান গত দশ বছর থেকে তিনি এ ভাবে মসজিদ, স্কুল ও বিভিন্ন রাস্তার নাম ভাঙ্গিয়ে টি-আর বরাদ্ধের টাকা আত্মসাত করেছেন।

এ ব্যাপারে কাউন্সিলর জাহানের সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগটি সত্য নয় বলে বিষয়টি এড়িয়ে যান।