সিলেট ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৭ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০২০
অনলাইন ডেস্ক :
গত চার দিন ধরে ভারতে দৈনিক ৪৫ হাজারের বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। গত শনিবার দেশটিতে নতুন করে ৪৮ হাজার ৪৭২ জন আক্রান্ত হয়, যা ছিল সেদিন পর্যন্ত দেশটিতে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
রোববার সেই রেকর্ডকেও ছাপিয়ে দেশটিতে সর্বোচ্চ আক্রান্তের খবর পাওয়া গেছে।
আর্ন্তজাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসে দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৫০ হাজার ৫৪৫ জন মহামারীতে সংক্রমিত হয়েছেন। আর মারা গেছেন ৭১৪ জন।
দক্ষিণ এশিয়ার দেশটিতে এখন সর্বমোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৩৬ হাজার ১৯ জন।
ভারতের স্বাস্থ্য মন্ত্রনালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, গত ২৪ ঘন্টায় মোট আক্রান্তের নিরিখে এগিয়ে মহারাষ্ট্র। তারপরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে ৯৪৩১ জন এবং অন্ধ্রপ্রদেশে ৭৬২৭ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই রয়েছে তামিলনাড়ু, সেখানে ৬৯৮৬ জন আক্রান্ত হয়েছেন। রোববার পর্যন্ত মহারাষ্ট্রে তিন লক্ষ ৬৬ হাজার ৩৬৮ জনের দেহে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। আর তামিলনাডুতে এই সংখ্যা ২ লাখ ৬ হাজার ছাড়িয়েছে।
কলকাতার সংবাদপত্র আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গত ২০ জুলাই ভারতে শনাক্ত মোট রোগীর সংখ্যা ১১ লাখ পেরিয়েছিল। এরপর ৬ দিনের মধ্যেই সংখ্যাটি ১৪ লাখে পৌঁছে গেছে।
ওয়ার্ল্ডওমিটারসের সর্বশেষ তথ্য মতে, এখন পর্যন্ত ভারতে করোনায় ৩২ হাজার ৮১০ জনের মৃত্যু হয়েছে। ৯ লাখ ১৮ হাজার ৩৫ জন এখন পর্যন্ত করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। তবে হাসপাতালে ও হোম কেয়ারে এখনো ৪ লাখ ৮৪ হাজার ৪৭৪ জন মহামারীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। এদের মধ্যে ৮ হাজার ৯৪৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি