সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০
সিল-নিউজ-বিডি ডেস্ক :: সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টসহ সারাদেশে সব আদালত খুলে দেয়ার দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের কর্মসূচি অব্যাহত রয়েছে।
জুন থেকে শুরু হওয়া কর্মসূচির ধারাবাহিকতায় সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনের চত্বরে মানববন্ধন করেন আইনজীবীরা।
সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচিতে অর্ধশত আইনজীবী অংশ নেন। এর আগেও তারা একই দাবিতে মানববন্ধনসহ বিক্ষোভ মিছিল, প্রধান বিচারপতি বরাবর আবেদন এবং প্রধান বিচারপতির বাসভবনমুখী পদযাত্রাও করেন।
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তৃতায় আইনজীবীরা বলেন, সারাদেশের সব কিছু চলছে অথচ আদালত এখনও বন্ধ। এতে বিচারপ্রার্থী জনগণ ও আইনজীবীরা বঞ্চিত হচ্ছেন। এভাবে চলতে পারে না।
সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের আহ্বায়ক মমতাজ উদ্দিন মেহেদী বলেন, আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণের সঙ্গে তামাশা করা হচ্ছে। অবিলম্বে সুপ্রিম কোর্টসহ সারাদেশে নিয়মিত আদালত খুলে দিতে হবে।
মেহেদী সুপ্রিম কোর্টের কতিপয় আইনজীবীদের উদ্দেশ্য করে বলেন, দালালি বাদ দিয়ে সাধারণ আইনজীবীদের কাতারে আসুন। অন্যথায় ঈদের পর আপনাদের কক্ষে তালা ঝুলানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি