ফেঞ্চুগঞ্জে আ.লীগ নেতা হাবিবের পক্ষে ত্রাণ বিতরণ ও বৃক্ষরোপণ

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০

ফেঞ্চুগঞ্জে আ.লীগ নেতা হাবিবের পক্ষে ত্রাণ বিতরণ ও বৃক্ষরোপণ

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে প্রবাসী যুবলীগ নেতা হাজী সেবুল আহমদ এর সৌজন্য যুক্তরাজ্য আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিবের পক্ষে ঈদ উপহার বিতরণ ও বৃক্ষ রোপণ করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার ঘিলাছড়া ঘাটের বাজার এলাকায় ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা আজিম উদ্দিন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রেজান আহমদ শাহ, উপজেলা ছাত্রলীগ নেতা জাহিদ হাসান, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নাঈমুর রহমান, সাধারণ সম্পাদক রাসেল আহমদ, সাংগঠনিক সম্পাদক কামেল আহমদ, ছাত্রলীগ নেতা রাজু ও রাসেল প্রমুখ।

শতাধিক মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ও মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঔষধ, বনজ ও ফলজ অর্ধশতাধিক বৃক্ষরোপণ করা হয়।