ভারতে চিকিৎসকের সঙ্গে করোনা আক্রান্ত ২ তরুণীর নাচ ভাইরাল!

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০

ভারতে চিকিৎসকের সঙ্গে করোনা আক্রান্ত ২ তরুণীর নাচ ভাইরাল!

সিল-নিউজ-বিডি ডেস্ক :: ভারতের একটি হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসকদের সঙ্গে নেচে-গেয়ে সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছেন কোভিড-১৯ আক্রান্ত দুই তরুণী।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ভারতজুড়ে রোববার পালিত হয়েছে কার্গিল বিজয় দিবস। আসামের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ও কোভিড আক্রান্ত রোগীরাও দিবসটি পালন করেন।

হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সঙ্গে নিয়েই কার্গিল যুদ্ধে নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, কোভিড ওয়ার্ডে রয়েছেন রোগীরা। পিপিই কিট করে সেখানে কয়েক জন চিকিৎসক গান গাইছেন। বলিউড ছবি ‘বর্ডার’-এর ‘সন্দেশে আতে হ্যায়’ গানটিতে তাল মেলাচ্ছেন রোগীরাও। সেখানে ভর্তি থাকা দুই তরুণীকে সেই গানের তালে এক
জন চিকিৎসকের সঙ্গে নাচতে দেখা যায়।

দেখুন সেই ভিডিও

এ সংক্রান্ত আরও সংবাদ