৮০ হাজার লোককে সরিয়ে নিচ্ছে ভিয়েতনাম

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০

৮০ হাজার লোককে সরিয়ে নিচ্ছে ভিয়েতনাম

অনলাইন ডেস্ক :;

ভিয়েতনামে নতুন করোনা রোগী শনাক্ত হওয়ায় এবং সামাজিক সংক্রমণ এড়াতে ডানাং শহর থেকে ৮০ হাজার স্থানীয় পর্যটকদের সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ।

ভিয়েতনামের ডানাং শহরে রোববার তিনজন করোনা রোগী শনাক্ত হয়। গত এপ্রিলের পর দেশটিতেই এটিই প্রথম কোভিড-১৯ রোগী শনাক্তের ঘটনা।

এর কারণে কমপক্ষে ৮০ হাজার পর্যটককে শহর ছাড়ার নির্দেশনা দেয়া হয়েছে।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে নতুন করে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ভিয়েতনাম সরকার বলছে, বিমানের অভ্যন্তরীণ ফ্লাইটে করে ওই শহর থেকে বাসিন্দাদের খালি করতে মোটামুটি চারদিন সময় লাগবে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ওই রোগী গত এক মাস ধরে নিজ জেলায় বাড়িতে রয়েছেন এবং শহরের বাইরে ভ্রমণ করেননি।

করোনা মোকাবেলায় সফল দেশগুলোর অন্যতম ছিল ভিয়েতনাম। কিন্তু ভাইরাসের দ্বিতীয় ধাক্কা সেই সফলতাকে ভেস্তে দিয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ