দিরাইয়ে র‌্যাব-ভোক্তাধিকারের অভিযান: ৩০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০

দিরাইয়ে র‌্যাব-ভোক্তাধিকারের অভিযান: ৩০ হাজার টাকা জরিমানা

দিরাই প্রতিনিধি:: দিরাইয়ে ভোক্তাধিকার ও র‌্যাব’র যৌথ অভিযানে ছয় ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার দুপুরে দিরাই বাজারে ভোক্তাধিকার ও র‌্যাবের যৌথ অভিযানে এ জরিমানা আদায় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ভোক্তাধিকার কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ শফিকুল ইসলাম, র‌্যাব ৯ এর ডিএডি নাসিম, ভোক্তাধিকারের বিধান দেবনাথসহ র‌্যাব ৯ এর সদস্যবৃন্দ।

মোঃ শফিকুল ইসলাম বলেন, অপরিচ্ছন্ন খাবার পরিবেশন ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে এ ছয় প্রতিষ্ঠান কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে দিরাই ফুড গ্যালারী ২ হাজার, আলহেরা ট্রেডার্স ৫ হাজার, রুপসী বাংলা ৩ হাজার, জনতা রেস্টুরেন্ট ১০ হাজার, জমজম রেস্টুরেন্ট ৫ হাজার, ফাইভ স্টার রেস্টুরেন্ট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।