ভোগ্যপণ্যে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি: নগরীর ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০

ভোগ্যপণ্যে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি: নগরীর ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:: ভোগ্যপণ্যে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে নগরীর ৩ প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করেছে র‌্যাব-৯।

গতকাল রোববার (২৬ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত র‌্যাব-৯ এর সিনি. এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এবং জাতীয় ভুক্তা অধিকার অধিদপ্তর, সিলেটের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম এর সম্বনয়ে অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানকে ২৪ হাজার জরিমানা করা হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠান হলো, মুস্তাকিম ফার্মেসি ১০ হাজার, তাহমিনা ফার্মেসি ৫ হাজার ও সোহেল স্টোর ৯ হাজার।

র‌্যাব-৯ এর এএসপি ওবাইন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।