খাদিমপাড়ায় ঈদুল আজহা উপলক্ষে ২৬৫০ পরিবারের মাঝে চাল বিতরণ

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০

খাদিমপাড়ায় ঈদুল আজহা উপলক্ষে ২৬৫০ পরিবারের মাঝে চাল বিতরণ
জাহিদুল ইসলামঃ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারের দেয়া বরাদ্দে খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যেগে ইউনিয়নের সকল ওয়ার্ডে দুস্থ ও হতদরিদ্র বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২৭ জুলাই) বেলা ২টা টার দিকে ইউনিয়ন জনমিলন কেন্দ্রে ২ হাজার ৬শ ৫০টি পরিবারের মাঝে পরিবারপ্রতি ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়। বিতরণ কালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফছর আহমেদ বলেন মহামারি করোনা ভাইরাস ও বন্যায় গৃহবন্দী হয়ে পড়া মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ এ সরকারি ত্রান সামগ্রীর পাশাপাশি নিজ তহবিল থেকে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হচ্ছে খাদ্য সামগ্রী। আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি জননেত্রী শেখ হাসিনা ও মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড.এ.কে আবদুল মোমেন এমপি মহোদয় কে। এসময় ইউনিয়ন পরিষদের সদস্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/sylnewsbd2017/videos/620347418867160

No description available.