পশ্চিম পীর মহল্লায় ড. দিদার চৌধুরীর বাসা থেকে পচিশ লক্ষাধিক টাকার মালামাল লুপাঠ (ভিডিও )

প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০২০

পশ্চিম পীর মহল্লায় ড. দিদার চৌধুরীর বাসা থেকে পচিশ লক্ষাধিক টাকার মালামাল লুপাঠ (ভিডিও )

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর পশ্চিম পীর মহল্লায় রাতের বেলায় একটি বাসায় ষ্টিল ভেঙ্গে প্রায় পচিশ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার পাউন্ড ও নগদ টাকা নিয়ে গেছে দূর্বৃত্ত্বরা। জানা যায় ঐক্যতান ৯৬/বি বাসার মালিক সিলেট সরকারী টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক্ষ ড. দিদার চৌধুরী রাত সাতটায় পরিবারের সদস্যদের নিয়ে সামাজিক অনুষ্ঠানে যান। রাত সাড়ে দশ টায় বাসায় এসে দেখতে পান দরজা খোলা, ভিতরে ঢুকে বেড রুমে গিয়ে দেখেন তচনচ করা। ষ্টিল ভেঙ্গে পচিশ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ছয়শত পাউন্ড, বাংলাদেশী প্রায় ছয় হাজার টাকা, সর্বমোট প্রায় পচিশ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। রাত এগারো টায় বিমান বন্দর থানার এস.আই রিপন ঘটনাস্থল পরিদর্শন করেন। ঐ সময়ে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আফতাব হোসেন খাঁন ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। আফতাব হোসেন খাঁন বলেন আমরা একটি সালিশ বৈঠকে ছিলাম ড. দিদার চৌধুরীর বড় ভাই নওশেরান চৌধুরীর ফোন পেয়ে বৈঠক শেষ না করেই চলে এসেছি। আমি চাই দোষীদের গ্রেফতার করে শাস্তি দেয়া হোক। এ ব্যাপারে গতকাল ড. দিদার চৌধুরী বাদী হয়ে বিমান বন্দর থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং- ৩২ তাং- ২৭/০৭/২০২০, ধারা-৫৫৭/৩৮০/প্যানেল।

https://www.facebook.com/sylnewsbd2017/videos/613414492918096

এ সংক্রান্ত আরও সংবাদ