ব্রডের অপেক্ষা বাড়াল বৃষ্টি

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২০

ব্রডের অপেক্ষা বাড়াল বৃষ্টি

স্পোর্টস ডেস্ক :
টেস্ট ইতিহাসের মাত্র সপ্তম বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁতে আর মাত্র এক উইকেট দরকার স্টুয়ার্ট ব্রডের। আর সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্ট জিতে উইজডেন ট্রফি পুনরুদ্ধার করতে ইংল্যান্ডের প্রয়োজন আট উইকেট।

সোমবার ওল্ড ট্রাফোর্ড টেস্টের চতুর্থ দিনেই মিলে যেতে পারত এ দুই সমীকরণ। কিন্তু ব্রড ও ইংল্যান্ডের অপেক্ষা বাড়িয়ে দিল বৃষ্টি। তুমুল বৃষ্টিতে কাল মাঠেই গড়ায়নি বল। দুই দলকে দর্শক বানিয়ে ওল্ড ট্রাফোর্ডে একাই খেলেছে বৃষ্টি।

ভেসে গেছে পুরো চতুর্থ দিনের খেলাই। একই ভেন্যুতে আগের ম্যাচটিও বৃষ্টির বাগড়ায় চারদিনে নেমে এসেছিল। বৃষ্টির পূর্বাভাস মাথায় রেখেই আগের দিন শেষ বিকেলে দ্রুত দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৯ রানের লক্ষ্য দিয়েছিল ইংল্যান্ড।

যা তাড়া করতে নেমে ১০ রানে দুই উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করে সফরকারীরা। প্রথম ইনিংসে ছয় উইকেট নেয়া ব্রড দ্বিতীয় ইনিংসেও জোড়া আঘাতে নাড়িয়ে দিয়েছেন উইন্ডিজকে। ব্রডময় টেস্টে হার এড়াতে শেষদিনেও বৃষ্টির আশীর্বাদ প্রয়োজন হোল্ডারদের। তবে আজ বৃষ্টির পূর্বাভাস নেই।