তাহিরপুরে বিএনপি নেতা ও স্ত্রী করোনা আক্রান্ত

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০

তাহিরপুরে বিএনপি নেতা ও স্ত্রী করোনা আক্রান্ত

তাহিরপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুরে নতুন করে বিএনপি নেতা ফেরদৌস আলম ও তার স্ত্রী আনসার ভিডিপি কর্মকর্তা শিউলী বেগম করোনা আক্রান্ত হয়েছেন।
তাদের গ্রামের বাড়ি তাহিরপুরের বালিজুড়ী ইউনিয়নের বালিজুড়ীর নয়াহাটি।
ফেরদৌস আলম তাহিরপুর উপজেলার সাবেক বিএনপি নেতা ও তার স্ত্রী শিউলী বেগম সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আনসার ভিডিপি’র ইন্সট্রাক্টর হিসাবে কর্মরত আছেন।
রবিবার সকালে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসীম উদ্দিন এবং তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তারা জানান,স্বামী স্ত্রী দু’জনই শনিবার রাত হতে সিলেটের টিলাগড়স্থ আবাসিক এলাকায় একটি ভাড়া বাসায় আইসোলেশনে রয়েছেন।
জানা গেছে, গত ১০ জুন ফেরদৌস ও তার স্ত্রী সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইারাস পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। এরপরদিন ১১ জুন ওই উপজেলার ৩৯ জনের নমুনা পরীক্ষার জন্য সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় পিসি আর ল্যাবে পরীক্ষার জন্য পাঠালে শনিবার রাতে তাহিরপুরের এ দম্পতির সাথে ওই উপজেলার ৩ জন সহ ৫ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
18192021222324
252627282930 
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ