সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে ইয়াবাসহ যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা যায়, থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে রোববার রাতে উপজেলার মাতুরতল বাজার থেকে ইয়াবাসহ বকুল বিশ্বাস নামে একজনকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৯পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে তার সাথে থাকা অপর এক সহযোগী পান্তুমাই গ্রামের মৃত শহীদ মিয়ার পুত্র সুলেমান আহমদ (২২) পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত বকুল বিশ্বাস মৌলভীবাজারের রাজনগর থানার জাহিদপুর এলাকার মৃত সুধীর বিশ্বাসের ছেলে।
ইয়াবাসহ যুবক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ জানান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র দিক নির্দেশনায় সিলেট জেলাকে মাদক মুক্ত করার পরিকল্পনার অংশ হিসেবে গোয়াইনঘাট থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে। এসপি স্যারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে গোয়াইনঘাট থানা পুলিশ সব সময় জিরো টলারেন্সে অবস্থান করছে।
গোয়াইনঘাট থানাকে মাদক মুক্ত থানা গড়তে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি