সিলেট ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: অবশেষে কামরান চত্বরের দাবি মেনে নিলেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। আজ মঙ্গলবার (২৮ জুলাই) সিসিকের এক সভায় নীতীগত এ সিদ্ধান্ত নেওয়া হয়। পুর্বের ‘নগর চত্বরটি’ ‘কামরান চত্বর’ হিসেবেই ঘোষণা করা হবে।
মাসিক সভায় নগর চত্বরের নাম কামরান চত্বর করার প্রস্তাব দেন সিসিকের ২২নং ওয়ার্ডের কাউন্সিলর সালেহ আহমদ সেলিম। এসময় উপস্থিত প্রায় সকল কাউন্সিলরবৃন্দ সেলিমের প্রস্তাবকে সমর্থন করেন।
পরে মেয়র আরিফুল হক চৌধুরীও সবার প্রস্তাবে সম্মতি দিয়ে এ বিষয়ে মন্ত্রণালয়ে পাঠানোর জন্য কমিটি গঠনের নির্দেশ দেন।
সিলেট প্রতিদিনকে এসব তথ্য জানিয়েছেন সিসিকের ২২নং ওয়ার্ডের কাউন্সিলর সালেহ আহমদ সেলিম।
উলেখ্য; গত ১৫ জুন করোনা আক্রান্ত হয়ে মারা যান বদর উদ্দিন আহমদ কামরান। জনতার কামরান হিসেবে খ্যাত সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের নামে চত্বর দাবি করেছিলেন সিলেটের সামাজিক, রাজনৈতিক সহ সর্বমহল। সিসিকের বর্তমান মেয়র আরিফুর হক চৌধুরীও আশ্বাস দিয়েছিলেন নগর ভবনের সামনে নির্মানাধীন চত্বরটি কামরানের নামেই হবে।
গত রোববার রাতের আধারে নগর ভবনের সামনে চত্বরকে ‘নগর চত্বর’ নাম দিয়ে উদ্বোধন করেন মেয়র আরিফ। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে নগরবাসীর মনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
পরদিন সোমবার (২৭ জুলাই) সকালে মাঠে সিলেটের সর্বমহল। সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সহ আপামর জনতা নগর চত্বর সরিয়ে ‘জনতার কামরান চত্বর’ এর নেইম প্লেইটও লাগিয়ে দেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি