ছাতক সদর ইউনিয়নের ৫ ওয়ার্ডে ভিজিএফ’র চাল বিতরণ

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২০

ছাতক সদর ইউনিয়নের ৫ ওয়ার্ডে ভিজিএফ’র চাল বিতরণ

ছাতক প্রতিনিধি :: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ছাতক সদর ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ইউনিয়নের ৫ ওয়ার্ডের উপকারভোগীদের মধ্যে ১০ কেজি করে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। প্রতি ওয়ার্ডে ১৫০ পরিবার সহ ৫ ওয়ার্ডের ৭৫০ পরিবারের মধ্যে মঙ্গলবার চাল বিতরণ করা হয়েছে। বুধবার অন্যান্য ওয়ার্ডের ৬০০ পরিবারের মধ্যে চাল বিতরণ করা হবে।

চাল বিতরণকালে ইউনিয়নের ট্যাগ কর্মকর্তা ও উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব, ইউপি সচিব পিংকু দাস, ইউপি সদস্য ময়না মিয়া, সুলতান মিয়া, ইব্রাহিম আলী, কাজী মারুফ আহমদ, আতাউর রহমান, সদস্যা আফিয়া বেগম, রওশন আরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।