নগরী থেকে ৭ লক্ষ টাকাসহ আফতাব উদ্দিন নামে এক যুবক নিখোঁজ

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২০

নগরী থেকে ৭ লক্ষ টাকাসহ আফতাব উদ্দিন নামে এক যুবক নিখোঁজ

সিল-নিউজ-বিডি ডেস্ক :: নগদ ৭ লক্ষ টাকাসহ সিলেট নগরী থেকে আফতাব উদ্দিন (৪৬) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত ২৩ জুলাই নগরীর সিটি সুপার মার্কেটের রাফি এন্টারপ্রাইজ থেকে নগদ ওই টাকা নিয়ে সিলেট সদর সাবরেজিষ্টার অফিসে আসার পথে হারিয়ে যান। অনেক খোঁজাখুজির পরও আফতাব উদ্দিনকে খুজে পাওয়া যায়নি।

তিনি কানাইঘাট উপজেলার দুর্লভপুর গ্রামের মৃত মাওলানা ইয়াছিন আলীর পুত্র। তিনি শাহপরাণের সৈয়দপুর থাকতেন ও সিটি সুপার মার্কেটের রাফি এন্টারপ্রাইজে কাজ করছেন।

এঘটনায় তার ভাই জাকারিয়া আহমদ গত ২৬ জুলাই কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরী করেছেন। যার নং- ১৬৮৮। যদি কেউ তার সন্ধান পান তাহলে জাকারিয়ার আহমদের ০১৭১১-৫৮১০৩১ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

(শেয়ার দিয়ে সবাইকে এই বিষয়ে অবগত করুন)