ভারতকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২২

ভারতকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

অনলাইন ডেস্ক :: ত্রিদেশীয় ব্লাইন্ড টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী হারিয়ে চ্যাম্পিয়ন হলো পাকিস্তান। শনিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে ২১৬ রানের লক্ষ্যে মাঠে নামা ভারতকে ১৫৮ রানে আটকে দেয় পাকিস্তান।

এদিন পাকিস্তান প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২১৬ রানের পাহাড়সহ স্কোর গড়ে। বদর মুনির আজও দারুণ একটা ইনিংস খেলেছেন। তিনি মাত্র ২৫ বলে ৬৩ রানের ঝলমলে ইনিংস উপহার দিয়েছেন।
ফাইনালের এই হাইভোল্টেজ ম্যাচে বদরকে সঙ্গ দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক নিসার আলি। তিনি দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন।

পাকিস্তানের ছুড়ে দেওয়া ২১৬ রানের বড় লক্ষ্য সামনে রেখে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৫৮ রান তুলতে সক্ষম হয় ভারত। ভারতীয় ব্যাটাররা এদিন পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে হাত খুলে বড় স্কোরের দিকে যেতে সক্ষম হননি।

অসাধারণ পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরা নির্বাচিত হন বদর। এ নিয়ে এই টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ৩ ম্যাচে হারাল মেন ইন গ্রিনরা। ফাইনালে ভারতকে ৫৮ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান।

সূত্র : বিডি-প্রতিদিন