দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব, প্রশাসন নিরব

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২২

দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব, প্রশাসন নিরব

দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসবে মেতে উঠেছে কিছু কুচক্রি মহল। চিলাই নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলন করা হলেও রহস্যজনক কারণে নিরব রয়েছে প্রশাসন। সরেজমিনে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উরুরগাওঁ গ্রামের সংলগ্ন চিলাই নদী থেকে নির্বিকারে বালু উত্তোলনের চিত্র দেখা গেছে। এখানে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চালিয়ে যাচ্ছে স্থানীয় আক্তার কন্টেকদার। স্থানীয়রা অভিযোগ করে জানান, চিলাই নদী ড্রেজার মেশিন বসিয়ে নির্বিকারে বালু উত্তোলন করে চলেছে। এতে নদীর পানি প্রবাহ কমে যাওয়াসহ বিভিন্ন স্থানে ভাঙন সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে কৃষি জমি ও বসতভিটাও পড়েছে হুমকির মুখে। পাশপাশি মেশিনের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছে আশপাশের মানুষেরা। অসাধু বালু ব্যবসায়ীরা ক্ষমতাসীন ব্যক্তি ও প্রশাসনকে ম্যানেজ করে উপজেলার বেশ কিছু স্থানে বালু উত্তোলনের মহোৎসব চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রশাসনকে জানিয়েও কোন প্রতিকার পাওয়া যায়নি। বালু উত্তোলনকারী আক্তার ঠিকাদার বলেন, বালু উত্তোলন করছি কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ ও উপজেলা সহকারী ভূমি ফয়সাল আহমেদ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) আম্বিয়া সাথে সমন্বয় করে প্রধান মন্ত্রী উপহারের ঘরের কাজ করতেছি। বালু উত্তোলনের বিষয়টি জানতে চাইলে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ বলেন বিষয়টি আমি দেখছি। বালু উত্তোলনের প্রতিবেদন লেখা পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।