ধর্ম প্রতিমন্ত্রী ও মাওলানা জমির উদ্দিনের মৃত্যুতে দুর্নীতি মুক্তকরন বাংলাদেশ ফোরামের শোক

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০

ধর্ম প্রতিমন্ত্রী ও মাওলানা জমির উদ্দিনের মৃত্যুতে দুর্নীতি মুক্তকরন বাংলাদেশ ফোরামের শোক

সিল-নিউজ-বিডি ডেস্ক :: দুর্নীতি মুক্তকরন বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ও সিনিয়র আইনজীবী নাছির উদ্দীন, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক মকসুদ হোসেন এক বিবৃতিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী মাওলানা শেহ আবদুল্লাহ এডভোকেট ও সিলেট বন্দর বাজারের কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব খ্যাতিমান আলেমে দীন, মাওলানা জমির উদ্দিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বলেন প্রয়াত শেহ আবদুল্লাহ ধর্মমন্ত্রী থাকা কালে ও covid-19 প্রতিরোধে গণসচেতনতায় তার ভূমিকা খুবই প্রশংসানীয়। অন্য দিকে মাওলানা জমির উদ্দিনকে এক বাস্তবমুখী ও স্পষ্টবাদী ইসলামি চিন্তাবিদ বলে অভিহিত করে বলেন দীর্ঘ তেতাল্লিশ বছর ধরে তিনি এই মসজিদে ইমামতির পাশাপাশি খতিবের দায়িত্ব পালনে উজ্জ্বল ভূমিকা রেখেছেন। তার ভাষণে প্রকৃরিত কোরআনে ও সুন্নাহ কথা ফুটে উঠতো। সাধীনতা ও সার্বভৌমত প্রতিষ্ঠায় ও গুরুত্বপূর্ণ পূর্ণ জাতীয় দিবস ও বাংলাদেশ রাষ্ট্রের স্তপতি বঙ্গবন্ধু শেহ মুজিবুর রহমানের জন্ম ও মৃত্যু দিবস পালনে সচেষ্ট চিলেন। মোট কথা মাননীয় ধর্মমন্ত্রী জনাব শেহ আবদুল্লাহ ও মাওলানা জমির উদ্দিন ছিলেন আহলে কোরআম, আহলে হাদিস, আহলে সুন্নাহ, আহলে মোস্তাহাব, ও আহলে নফল এর অধিকারী ছিলেন নেএীবৃন্দ এই দুই শ্রদ্ধা ভাজনদের জন্য সর্বশক্তিমান আল্লাহ তালার নিকট জান্নাত কামনা করে শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা গ্যাপন করেন। উল্লেখ্য আজ দুপুর ২টায় হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে তাহার নামাযে জানাযায় ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক মকসুদ হোসেন ও দুর্নীতি মুক্তকরন বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইসমত ইবনে ইসহাক (সানজিদ) সহ অনান্য নেএীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
252627282930 
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ