সিলেট ১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০২০
বিনোদন ডেস্ক :
বিয়ের পিঁড়িতে বসলেন সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। তার স্বামীও সঙ্গীতভূবনেরই।
মিউজিশিয়ান নাবিল সালাউদ্দিনকে বিয়ে করেছেন এই গায়িকা।
গত ২৭ জুলাই করোনা পরিস্থিতির কারণে পারিবারিকভাবে সীমিত পরিসরে নাবিল সালাউদ্দিনের সঙ্গে বন্ধনে আবদ্ধ হয়েছেন বলে জানিয়েছে কর্ণিয়া নিজেই।
তিনি বলেন, গান করতে গিয়েই নাবিলের সঙ্গে আমার পরিচয়। এরপর বন্ধুত্ব, সেখান থেকে প্রেম। সেই প্রেমকেই সোমবার পরিণতি দিলাম আমরা।
প্রেমের বিষয়টি দুই পরিবারকে জানানোর পর তারাই সব আয়োজন করেছে বলে জানান কর্ণিয়া।
পাওয়ার ভয়েস খ্যাত এ গায়িকা আরও জানান, মার্চের শুরুতেই বাগদানের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। পরে দেশে করোনার প্রাদূর্ভাব বেড়ে গেলে সবকিছুই পিছিয়ে যায়। এবার দুই পরিবারের সিদ্ধান্ত মতে ২৭ জুলাই আকদ হয়েছে। করোনার পরিস্থিতি স্বাভাবিক হলে বন্ধু ও ঘনিষ্ঠজনদের নিয়ে জমকালো আয়োজনে বিয়ের অনুষ্ঠান করব। আপনারা আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য দোয়া করবেন।
প্রসঙ্গত,কর্ণিয়ার স্বামী নাবিল এসএস ব্যান্ডের প্রতিষ্ঠাতা। তিনি আর্ক ও প্রমিথিউসসহ বেশকিছু ব্যান্ডের সঙ্গে কাজ করছেন।
এদিকে ২০১২ সালে চ্যানেল নাইনের ‘পাওয়ার ভয়েস’ গানের প্রতিযোগিতায় রানার্সআপ হয়ে পরিচিতি পান কর্ণিয়া।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি