সিলেট ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২২
সিলনিউজ বিডি ডেস্ক :: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ সিলেট মহানগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সাধারণ সম্পাদক এম শাহরিয়ার কবির সেলিমের নেতৃত্বে শ্রমিকলীগের নেতাকর্মীরা ২৬ মার্চ শনিবার সকাল ১০টায় নগরীর তালতলা থেকে মিছিল সহকারে চৌহাট্টস্থ কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে বিকালে এক আলোচনা সভা তালতলাস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত।
সিলেট মহানগর শ্রমিকলীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, একাত্তরের স্বাধীনতা যুদ্ধে ২৫ শে মার্চ পাক বাহিনীর নৃশংস গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করতে এবং বাদ পড়া মুক্তিযোদ্ধা সংগঠকদের বিশেষ ব্যবস্থায় মুক্তিযোদ্ধা তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য প্রধানমন্ত্রীর কাছে আহবান জানান। সভায় নেতৃবৃন্দ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশের মুক্তিকামী জনতার আন্দোলন সংগ্রামের ফসল স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধুর কারণেই এ দেশ স্বাধীন হয়। বঙ্গবন্ধু অক্ষয় ও চির অমর। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহান স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে সুখী-সমৃদ্ধশালী আধুনিক বাংলাদেশ গড়ার কাজে আত্ম নিয়োগ করতে সকলের কাছে উদাত্ত আহবান জানান। সভায় সকল বীর শহীদ স্মরণে, তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সভায় মোনাজাত করা হয়।
সভায় বক্তব্য দেন মহানগর শ্রমিকলীগের সিনিয়র সহ সভাপতি এডভোকেট আলতাফ হোসেন এপিপি, সহ সভাপতি সাদিকুর রহমান সাদিক, ব্যাংকার আবুল বাশার, মোঃ মাহবুবুল হক, এনামুল হক লিলু, আব্দুল জলিল লেবু, মির আব্দুল করিম পাখী মিয়া, আতাউর রহমান ও হরিলাল দাস, যুগ্ম সাধারণ সম্পাদক রেজানুর রহমান সেলিম, ইয়াসিন আহমদ সুমন ও সালাহ উদ্দিন মাসুম, সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওবায়দুর রহিম রিজভী, আবুল ফয়েজ, সাংগঠনিক সম্পাদক সজীব মালাকার, ফরহাদ আহমদ জীবন, কানু দাস কাঞ্চন, সহ সাংগঠনিক সম্পাদক পুলক সরকার, অর্থ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজিম আহমদ মনোহর, আইন ও দর কষাকষি বিষয়ক সম্পাদক এডভোকেট ওয়ারিছ আলী, সিনিয়র সদস্য লেখক শমসের আলম, জামাল উদ্দিন আহমদ চৌধুরী প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি