জৈন্তাপুরে বন্যা দূর্গত অসহায় মানুষের মাঝে জয়নাল আবেদীন‘র ঈদ-উপহার

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২০

জৈন্তাপুরে বন্যা দূর্গত অসহায় মানুষের মাঝে জয়নাল আবেদীন‘র ঈদ-উপহার
জৈন্তাপুর (সিলেট) থেকে শাহজাহান কবির খান: জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়ন সহ বন্যা দূর্গত বিভিন্ন এলাকায় জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীনের ব্যক্তিগত উদ্যোগে পানিবন্ধ অসহায় জনগনের মধ্যে ঈদ-উপহার বিতরণ করা হয়েছে। গত ২৮ জুলাই দিন ব্যাপী তিনি দরবস্ত ইউনিয়নের গর্দ্দনা,সেনগ্রাম,তেলিজুড়ী,ডেমা,ছাত্তারখাই, মহাল,ভাইটগ্রাম সহ ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চলের পানি বন্ধি জনগনের মধ্যে ঈদ-উপহার প্রদান করেছেন। পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে তিনি ঈদের আনন্দ সমাজের গরীব ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দিতে এই ঈদ-উপহার সামগ্রি বিতরণ করেন। এ সময় তিনি বলেন, সম্প্রতি সময়ে কয়েক দফা বন্যায় জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার জনগন ব্যাপক ভাবে ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। তিনি জৈন্তাপুর উপজেলা সহ বৃত্তরর জৈন্তিয়া কে সরকারী ভাবে বন্যা দূর্গত এলাকা ঘোষনা করার দাবী জানান। তিনি বন্যা দূর্গত এলাকা ঘোষনা ও পানি বন্ধি অসহায় মানুষের জন্য পর্যাপ্ত পরিমান সরকারী ত্রাণ সহায়তা বরাদ্ধের জন্য প্রশাসনের কাছে দাবী জানিয়েছেন। জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন সম্প্রতি সময়ে অবিরাম ভারী বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার বিপর্যস্ত মানুষের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেন। তিনি পবিত্র ঈদ-উপলক্ষে বন্যায় পানি বন্ধি অসহায় এসব মানুষের সহায়তায় সরকারের পাশা পাশি সমাজের সকল বিত্তবান ব্যত্তিগণ-কে এগিয়ে আসার আহবান জানান। পাশাপাশি তিনি বৃহত্তর জৈন্তিয়ার বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের সহায়তার জন্য বিনা মূল্যে সার-বীজ বিতরণ করতে সরকারের নিকট দাবী জানান। জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বন্যা ও করোনা ভাইরাস কালীন সময়ে ব্যক্তিগত উদ্যোগে জৈন্তাপুর,গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার গরীব অসহায় ও সমাজের সুবিধা বঞ্চিত বিভিন্ন এলাকার পানি বন্ধি মানুষের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ অব্যাহত রেখেছেন। তিনি পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে জৈন্তাপুর ,গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সর্বস্থরের জনগন-কে ঈদেন শুভেচ্ছা জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ইউপি সদস্য আব্দুর রকিব, মঈনুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহজাহান কবির খান।