সিলেট ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২২
সিলনিউজ বিডি ডেস্ক :: সিলেটের সুরমা নদীতে ধরা পড়েছে ১০০ কেজি ওজনের বিশাল একটি বাঘাইড় মাছ। রোববার (২৭ মার্চ) এই মাছটি বিক্রির জন্য নগরের লালবাজারে নিয়ে আসেন এক বিক্রেতা।
এই মাছটির দাম হাঁকা হয়েছে দেড় লাখ টাকা। তবে রোববার পর্যন্ত এটি বিক্রি করা যায়নি। বিক্রি না হলেও বিশাল এই মাছটি দেখতে অনেকেই লালবাজারে ভিড় করেন।
জানা যায়, রোববার সকাল ৭টার দিকে লামাকাজি এলাকায় সুরমা নদীতে এই বিশাল বাঘাইড় মাছটি জেলেদের জালে ধরা পড়ে। জেলেদের কাছ থেকে কাজিরবাজার মৎস্য আড়তের এক ব্যবসায়ী সেটি কিনে আনেন।
তার কাছ থেকে তিনি কিনেছেন সিলেট নগরীর ১১নং ওয়ার্ডের কাজিরবাজার এলাকার বাসিন্দা মো. বেলাল মিয়া। পরে তিনি মাছটি নগরের লালবাজারে নিয়ে আসেন।
বেলাল মিয়া জানান, এক লাখ টাকা দিয়ে তিনি মাছটি কিনেছেন। এখন দেড় লাখ টাকা দাম চাইছেন। অবশ্য এক লাখ ২০-৩০ হাজার টাকা পেলে তিনি বিক্রি করে দেবেন।
এই ব্যবসায়ী জানান, যদি একসাথে কেনার মতো ক্রেতা না পাওয়া যায়, তবে কেজি দরে বেলা ১টার দিকে মাছটি বিক্রি করা হবে। প্রতি কেজি ২ হাজার টাকা দরে বিক্রি হবে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি