ইংল্যান্ডকে গুঁড়িয়ে সিরিজ জিতল উইন্ডিজ

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২২

ইংল্যান্ডকে গুঁড়িয়ে সিরিজ জিতল উইন্ডিজ

অনলাইন ডেস্ক :: তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিলো ওয়েস্ট ইন্ডিজ। আজ চতুর্থ দিনে ইংল্যান্ডের দেওয়া ২৮ রানের টার্গেট কোনো উইকেট না হারিয়েই ছুঁয়ে ফেলে ক্যারিবিয়ানরা। প্রথম দুই টেস্ট ড্র হওয়ার পর এই টেস্ট জিতে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় উইন্ডিজ।

সিরিজের প্রথম দুই টেস্ট অ্যান্টিগা ও বারবাডোজে ড্রয়ের পর সিরিজের ফয়সালা হলো গ্রেনাডায়। এদিন ইংল্যান্ডকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারায় ওয়েস্ট ইন্ডিজ। ২৮ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে মাত্র ২৯ বলেই দলের জয় নিশ্চিত করেন দুই ওপেনার ক্রেগ ব্রাথওয়েট ও জন ক্যাম্পবেল।
এর আগে, গ্রেনাডায় প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড ২০৪ রানেই অলআউট হয়ে যায়। জবাবে ক্যারিবিয়ানরা ২৯৭ রানে অলআউট হয়। ৯৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে কাইল মায়ার্সের স্পিনে বিভ্রান্ত হয়ে ১২০ রানেই অলআউট হয় ইংল্যান্ড। ফলে ওয়েস্ট ইন্ডিজের সহজ টার্গেট দাঁড়ায় ২৮ রান।

সূত্র : বিডি-প্রতিদিন